পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২২ রোহিঙ্গা আটক

টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি: মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) ভোররাত সাড়ে তিনটার দিকে কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ২২ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৮জন নারী ও ১৬ জন পুরুষ রয়েছে। তারা সকলেই উখিয়ার কুতুপালং, বালুখালী ও টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

তিনি বলেন, উখিয়াসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে নারী পুরুষদের আনা হয়েছে সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে টেকনাফের মোছনী নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে জড়ো করা হয়েছিল।রাতে দালালের লোকজন তাদেরকে বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন স্থানে রাখা হয়। পরে এক দল পুলিশ সহেন্দভাজন ৭জন নারী পুরুষকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৪ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছে। এসময় উদ্ধার হওয়া যাত্রীরা দালালের লোকজনের সন্ধানের কথা স্বীকার করেন।রাতে তাদের নৌকায় করে সাগরে অপেক্ষামান বড় জাহাজে তুলে দেওয়ার কথা ছিল।উদ্ধার করা রোহিঙ্গা নারী,পুরুষদের টেকনাফ থানা পুলিশের সোর্পদ করা হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি প্রদীপ কুমার দাশ বলেন,রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে উদ্ধার করা ৭জন নারী,পুরুষকে মঙ্গলবার বিকেলে স্ব -স্ব রোহিঙ্গা শরণার্থী শিবিরে ফেরত পাঠানো হয়েছে।

সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে রোহিঙ্গা নাগরিকদের বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে বের করে এনে বাহারছড়া হোয়াইক্যং সড়কের ডালা নামক এলাকায় জড়ো করা হয়।রাতে খবর পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালালে নারী-পুরুষসহ ১৭জনকে উদ্ধার করা হয়েছে। রাতে তাদেরকে সাগরের অপেক্ষামান বড় জাহাজে তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগে পুলিশের হাতে তারা ধরা পড়ছেন।পুলিশ তিনি আরও বলেন, উদ্ধার করা যাত্রীদের আগামীকাল (বুধবার) স্ব স্ব রোহিঙ্গা শরণার্থী শিবিরে ফেরত পাঠানো হবে।

আইএনবি/বিভূঁইয়া