পুলিশ হেফাজতে আইনজীবী

আইএনবি নিউজ: মো. ফয়জুল্লাহ নামে এক আইনজীবী পুলিশের সঙ্গে অসদাচরণ ও অসহযোগিতামূলক আচরণ করায় তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

রমনা থানার ডেপুটি কমিশনার সাজ্জাদ রহমান বলেন, নিরাপত্তার খাতিরে আমরা সকাল থেকেই আইডি কার্ড দেখে কোর্টের ভেতরে প্রবেশ করতে দিচ্ছি। কিন্তু তার কাছে আইডি কার্ড দেখতে চাওয়া হলে তিনি তা না দেখিয়ে উল্টো আমাদের বলেন, আইডি কার্ড দেখার আপনারা কে। কোর্টের কাউকে তো আপনাদের সঙ্গে দেখছি না। আপনাকে আইডি কার্ড দেখাব না।

তিনি আরো বলেন, ফয়জুল্লাহকে প্রিজন ভ্যানে তোলার পর তিনি আইডি কার্ড দেখিয়েছেন। তার আইডি কার্ড যাচাই বাছাই করার পর পরবর্তী ব্যবস্থা নেব।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর বৃহস্পতিবার শুনানি হচ্ছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চে এ শুনানি হচ্ছে। এ শুনানিকে ঘিরে হাইকোর্ড এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া