সাতক্ষীরায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবসহ আইনশৃংখলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। কেউ যাতে অযথা ঘরের বাইরে ঘোরাফেরা না করেন এ জন্য তারা এ টহল জোরদার করেছেন।
একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ আইনশৃখংলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শহরের খুলনা রোড মোড়, কদমতলা, নিউমার্কেট, পাকাপোলের মোড়, তালতলা, মিলবাজার, বিনেরপোতাসহ জেলা শহরের বিভিন্ন স্থানে ও উপজেলার বিভিন্ন সড়কে টহল দিচ্ছেন ও মাংকিং করছেন। একই সাথে তারা ভ্রাম্যমান আদালতের অভিযানও অব্যাহত রেখেছেন।
তারা এসময় সবাইকে ঘরে থাকার অনুরোধ জানান এবং করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানান। এছাড়া বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে বের হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানান আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এদিকে, শহরের নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান ও ঔষধের দোকান ছাড়া বাকী অন্যান্য দোকান পাট অধিকাংশই বন্ধ থাকায় রাস্তাঘাটে লোক-সমাগম খুব কম দেখা গেছে।
আইএনবি/বিভূঁইয়া