আইএনবি নিউজ: প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গীতে ‘রাসায়নিক গুদাম নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্প নেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) সম্মেলন কক্ষে ক্রয়কারী প্রতিষ্ঠান বিএসইসি এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক্স লিমিটেড (ডিইডব্লিউ) ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে প্রকল্প সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিটিতে ক্রয়কারী প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান খান এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ডিইডব্লিউ’র উপ-মহাব্যবস্থাপক কমান্ডার নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—বিএসইসি’র চেয়ারম্যান মো. রইছ উদ্দীন, পরিচালক (অর্থ) আনিস উল-হক-ভুইয়া, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী মো. আশিকুর রহমান, সচিব প্রকৌশলী মো. আবুল খায়ের সরদার, প্রধান ব্যক্তি প্রশাসন কর্মকর্তা শাহীরা পারভীন, উপ প্রধান নিরীক্ষণ কর্মকর্তা আ ত ম জাহাঙ্গীর মোস্তাক, হিসাব নিয়ন্ত্রক এ এম রিজওয়ান হোসেন, প্রকল্প ব্যবস্থাপক ও উপ-প্রকল্প পরিচালক মো. সালমান মাহমুদ খান, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক্স লিমিটেডের উপ-প্রধান প্রকৌশলী (প্ল্যানিং অ্যান্ড ডিজাইন) এস এম রাশিদুল ইসলাম প্রমুখ।
স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী প্রকল্পের এলাকা আগামী ১০ দিনের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ১৩৫ দিনের মধ্যে প্রকল্পের প্রথম পর্যায়ের কাজটি সম্পন্ন করবে। নির্ধারিত সময়ে কাজটি সম্পন্ন করার লক্ষ্যে ক্রয়কারী প্রতিষ্ঠান ঠিকাদারি প্রতিষ্ঠানকে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। ঠিকাধারি প্রতিষ্ঠান গুণগতমান বজায় রেখে সঠিক সময়ে প্রকল্প শেষ করার অঙ্গীকার করেছে।
আইএনবি/বিভূঁইয়া