আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলির এক মা কন্যাসন্তান হয়েছে বলে নিজের নবজাতক শিশুকে ফেলে দিলেন ঝোপে। কিন্তু আদলে কন্যাসন্তান নয়, ওই নারী জন্ম দিয়েছিলেন পুত্র সন্তানের। কিন্তু ভুল করে নিজের পুত্রসন্তানকেই কন্যা ভেবে ফেলেন । আর ঝোপে ফেলে দিয়ে যাওয়ার পর ঠাণ্ডায় মৃত্যু হয় ওই নবজাতকের।
অমানবিক ঘটনাটি ঘটেছে পান্ডুয়া থানার সিমলাগড়ের চাপাহাটি বকুলতলায়। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত মাকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, যে জায়গায় ওই নবজাতকের দেহ উদ্ধার হয়েছে, সেখানেই কয়েক বছর আগে আরেকটি সদ্যোজাত কন্যা সন্তানের দেহ উদ্ধার হয়েছিল। তাই এবারের ঘটনার পর পুলিশের কাছে ঘটনার কিনাড়ার দাবি জানান স্থানীয়রা। এরপরই বকুলতলা থেকে অর্চনা মণ্ডল নামে এক গৃহবধূকে আটক করে জিজ্ঞাসাবাদ করা শুরু করে পুলিশ। তাতেই আসল ঘটনা সামনে আসে।
জানা যায়, বছর খানেক আগে ওই জায়গায় ফেলা শিশুকন্যাটিও তারই ছিল। কিন্তু এবার আসলে তিনি যে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, তা জানার পরই কান্নায় ভেঙে পড়েন তিনি। তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ওই নারী স্বামী।
আইএনবি/বিভূঁইয়া