পুকুরে স্বর্ণ কারিগরের মরদেহ

পাবনা প্রতিনিধি: পাবনা পৌরসভার শালগাড়িয়া গোডাউনপাড়ার ঝাঝড়া পুকুর থেকে এক স্বর্ণ কারিগরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তার নাম শরিয়ত শেখ (৩৫) । তিনি শরিয়ত শহরের রাধানগর মহল্লার মৃত শওকত শেখের ছেলে। শহরের সোনাপট্টির সানন্দা জুয়েলার্সের কর্মচারী। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ জানান, সোমবার দিনগত রাত ১২টার দিকে কেউ একজন পুকুরে পড়ে যান। পানিতে পড়ার শব্দ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। রাতেই পুলিশ গিয়ে ডুবুরি নামিয়ে চেষ্টা করলেও কাউকে উদ্ধার করতে পারেনি। পরে মঙ্গলবার সকালে দ্বিতীয় দফায় ডুবুরি নামানো হলে পুকুরের তলদেশে এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

ওসি নাসিম জানান, মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা এসে মরদেহটি শরিয়ত শেখের বলে শনাক্ত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি দুর্ঘটনা তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে বোঝা যাবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

আইএনবি/বিভূঁইয়া