পীরগাছায় ফেনসিডিলসহ গ্রেফতার ১

রংপুর প্রতিনিধি: রংপুরের রেলওয়ে পুলিশ পীরগাছায় ৫৮ বোতল ফেনসিডিলসহ জামিউল ইসলাম (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে লালমনিরহাট থেকে ঢাকাগামী আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি পীরগাছা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া রেলওয়ে ফাঁড়ির পুলিশ তাকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে কার্টুন ভর্তি ৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া জামিউল ইসলাম দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার জোবাইদুল ইসলামের ছেলে।

কাউনিয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আইএনবি/বিভূঁইয়া