রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগাছায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মিতু আক্তার (২৭) । পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেছে স্বজনরা।
আজ রবিবার সকাল ১০টার দিকে উপজেলার বড় পানসিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মিতু আক্তার ওই গ্রামের রহুল আমিনের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্বদেবু গ্রামের মৃত মাজহারুল ইসলামের মেয়ে মিতু আক্তারের সঙ্গে প্রায় পাঁচ বছর আগে রুহুল আমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহ চলছিল। এরই একপর্যায়ে মিতু আক্তার সবার অগোচরে শনিবার রাত ১১টার দিকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে স্বামীর পরিবারের লোকজন দাবি করছে। ঘটনার পর স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিতুর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
তবে মিতুর চাচা মঞ্জুরুল ইসলাম দাবি করেন, মিতুকে পরিকল্পিতভাবে হত্যা করে ফাঁসে ঝুলিয়ে রাখা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, মিতুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আইএনবি/বি.ভূঁইয়া