পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর থানাধীন বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে গাওখালী বাজার থেকে চারজন ভুয়া চিকিৎসককে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন- সুব্রত মজুমদার, আবুল হাসান, মোস্তাকিম বিল্লাহ ও মো. নিয়াজ মাহবুব। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুব্রত মজুমদার, আবুল হাসান ও মোস্তাকিম বিল্লাহর ৬ মাস করে জেল এবং মো. নিয়াজ মাহবুবকে ১০ হাজার টাকার জরিমানা করা হয়।
বরিশাল র্যাব-৮ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ওই বাজারে বসে তারা সহজ সরল মানুষকে ডাক্তার পরিচয় দিয়ে জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন ও মেডিকেল অফিসার সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে হাতেনাতে তাদের আটক করা হয়।
স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের জেল-জরিমানা করা হয় বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া