মোঃ জামাল মল্লিক,শরীয়তপুর।। সংরক্ষিত নারী আসন ৩৩৯ এর সংসদ সদস্য, ন্যাশনাল ব্যাংকের পরিচালক পারভিন হক সিকদারের নির্দেশে শরীয়তপুরকে মহামারী করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য সমগ্র জেলায় জীবাণু নাশক স্প্রে ছিটানো কার্যক্রম অব্যাহত আছে ।
প্রতিদিনের ন্যায় আজ মঙ্গলবার শরীয়তপুর সদর উপজেলা ও ভেদরগঞ্জ উপজেলার হাসপাতাল, থানা, হাট বাজার, মসজিদ মাদ্রাসা ও বিভিন্ন ক্লিনিক সহ গুরুত্বপূন` জায়গায় জীবানু নাশক স্প্রে করা ও করোনা ভাইরাস এর ভয়াবহতা প্রতিরোধে লিফলেট বিতরন কার হয়।
মো: সজল সিকদারের সার্বিক তত্ত্বাবধানে প্রতিদিন তিনটি টিমে ১৬ জন সদস্য কাজ করছেন। তারা হলেন মো: ইলিয়াস মিয়া, মো: উজ্জ্বল দেওয়ান, মো: আজিজুল মল্লিক, সংকর বাড়ৈ, মো: মোবারক ফকির, জুলহাস সরদার, সবুজ হাওলাদার, রাব্বি ঢালি, সাকিল সরদার, আকাস খান, সাওন শেখ, ময়নাল শেখ,আরিফ ঢালি, রনি শেখ, রুবেল সিকদার, আলামিন মাঝি।