পাবনায় সর্বহারা দলের সদস্যকে গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি: পাবনায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেড়া উপজেলার আমিনপুর থানার ছাইথুপি গ্রামে সর্বহারা দলের দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে একজনকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহতের নাম আতিয়ার সরদার (২৮)। নিহত আতিয়ার ওই গ্রামের মৃত সাত্তার সরদারের ছেলে।

পুলিশের দাবি, নিহত আতিয়ার নিজেও চরমপন্থি সর্বহারা দলের সক্রিয় সদস্য ছিলেন। দুই মাস আগে জেল থেকে জামিনে ছাড়া পেয়ে ব্যবসা করে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে পাবনার আমিনপুর ও রাজবাড়ির পাংশা থানায় একাধিক মামলা রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া