পানছড়িতে ৯ সন্তানের পিতার আত্মহত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে গলায় ফাঁস দিয়ে কাজল খন্দকার (৫০) নামের এক ব্যক্তি ১৮ জানুয়ারি মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে তার নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার হাসান নগর গ্রামের আবু সুফি খন্দকারের ছেলে। তার দুটি সংসারে ৫ ছেলে ও ৪ মেয়ে রয়েছে।

জানা যায়, নিজ ঘরের সিলিংয়ের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখে তার স্ত্রীর চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে পানছড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে থানায় নিয়ে আসে।

পানছড়ি থানার ওসি মোহাম্মদ দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে অত্র থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

আইএনবি/বিভূঁইয়া