মানিকগঞ্জ প্রতিনিধি: সাধারণ ছুটির মধ্যেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। শনিবার (৪ এপ্রিল) সকাল থেকেই অতিরিক্ত যাত্রী নিয়ে পারাপার করে ফেরিগুলো।
বিআইডব্লিউটিসি জানায়, সরকারি নির্দেশে ৬টি ফেরি দিয়ে চলছে যাত্রী পারাপার, যাদের বেশিরভাগই তৈরি পোশাক কারখানার শ্রমিক।
৫ এপ্রিল থেকে গার্মেন্টস খোলার কথা থাকায় রাজধানীতে ফিরছেন তারা। অনেকটা আতঙ্ক আর ঝুঁকি নিয়েই ফিরতে হচ্ছে বলে জানান রাজধানীমুখী মানুষ।
আইএনবি/বিভূঁইয়া