পাটুরিয়ায় ৭ শতাধিক যানবাহন অপেক্ষায়

আইএনবি নিউজঃ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ থাকার পর ধিরগতীতে ফেরি চলাচল শুরু করেছে। তবে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠেনি।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অপেক্ষামাণ রয়েছে চার শতাধিক যানবাহন। অপেক্ষায় থাকা যানবাহনের অধিকাংশ পণ্যবাহী ট্রাক।

রোববার সকাল সাড়ে ৯ টার দিকে ফেরি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার বাথুলী, এবং শিবালয় উপজেলার উথলী এলাকায় আটকা রয়েছে আরও তিন শতাধিক ট্রাক। ঘাট এলাকার পরিস্থিতি স্বাভাবিক হলে ওইসব জায়গা থেকে কিছু কিছু ট্রাক ঘাট এলাকায় নেওয়া হবে বলে জানান কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে মোট ১৬ টি ফেরি রয়েছে।

তবে নদীতে স্রোত ও দৌলতদিয়া ঘাট এলাকায় পন্টুন সমস্যার কারণে ফেরিগুলো চলাচল করতে পারছে না। নদীতে স্রোত কমে না আসা পর্যন্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহনগুলোকে বিকল্প পথে চলাচলের জন্য অনুরোধ করেন তিনি।

আইএনবি/বিভূঁইয়া