পাকিস্তানে ধর্মীয় সমাবেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কোয়েটার কেন্দ্রস্থলে আহলে সুন্নাত ওয়াল জামাত পার্টি আয়োজিত সমাবেশের কাছে সোমবার বিস্ফোরণে অন্য আরো ২৫ জন আহত হয়েছেন বলে বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া ল্যাঙ্গোভ জানিয়েছেন। এ পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। আল-জাজিরা

আত্মঘাতী হামলাকারী মোটরসাইকেলে এসে সমাবেশের পাশে থাকা পুলিশের বাধা উপেক্ষা করে বিস্ফোরণ ঘটায় বলে কোয়েটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল রাজ্জাক জানান। হামলায় হতাহতদের কোয়েটার প্রধান সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের মুখপাত্র ওয়াসিম বেগ জানান, আহতদের মধ্যে ৮জনের অবস্থা আশঙ্কাজনক।

আইএনবি/বিভূঁইয়া