পাওনা টাকা চাইতে গিয়ে গণধর্ষণের শিকার, আটক ১

সাভারে প্রতিনিধি: মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) জিয়াউল ইসলাম জানান, সাভারের আশুলিয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে এক পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আসাদুল শেখ (৩৬) নামের এক জনকে আটক করেছে পুলিশ।

এর আগে সোমবার (২৭ জানুয়ারি) রাতে আশুলিয়ার গাজিরচটের বাইপাইল বসুন্ধরাটেক এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটকের বিরুদ্ধে মামলা দায়ের করে ৭ দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আটক আসাদুল শেখ নাটোর জেলার তেবাড়িয়া থানার সাদেক আলী শেখের ছেলে।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক জিয়াউল ইসলাম (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে।

আইএনবি/বিভূঁইয়া