পরিকল্পিতভাবে চাল ও লবণ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে

আইএনবি নিউজ:  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, দেশে চাল ও লবণের কোন সংকট নাই ‘পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে’।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৮টায় আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনা হবে। যারা লবণ নিয়ে গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

আইএনবি/বিভূঁইয়া