চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া পৌরসদরের বৈলতলী সড়কে সোমবার (৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে ভয়াবহ আগুনে ১২টি দোকান পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে আসে। এ সময় পানি স্বল্পতার কারণে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়। প্রায় ১ কিলোমিটার দূরের কয়েকটি পুকুর থেকে পানি আনতে হয়। ততক্ষণে আগুনে সব পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে ১০টি ফার্নিচারের দোকান, ১টি ওয়ার্কশপ, ১টি মিলের ক্ষতিগ্রস্ত হয়। ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আগুন লাগার সঙ্গে সঙ্গে পটিয়া পল্লী বিদ্যুৎ, পটিয়া পিডিবি অফিসে একাধিকবার ফোন দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
যথাসময়ে বিদ্যুৎ বন্ধ করা গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হত।
আইএনবি/বিভূঁইয়া