শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় করোনা ভাইরাস মহামারী কারনে নড়িয়া উপজেলা লকডাউন করায় কর্মহীন হয়ে পরা হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন বাদশা শেখ, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা আক্তার, নড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক বাবুল, পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু জাফর শেখ, আওয়ামী লীগ নেতা মিলন বন্দুকছি, শিক্ষক নেতা সাইদুল হক মুন্নাহ, এ্যাড নুরুল হক, ব্যাংকার নুরুজ্জামান বেপারী, ও নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় সদস্য সেকান্দার আলম রিন্টু আর্থিক সহায়তায় নড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই ত্রাণ বিতরণ করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাচান আলী রাড়ী,উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, নড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি মোস্তফা সিকদার, পৌরসভা ১ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি শাহীন খান প্রমুখ।
৩ শত পরিবারের মধ্যে (চাউল, ডাল, পিয়াজ, আলু, তেল, সাবান) খাদ্যসামগ্রী বিতরন করেন