মোঃ জামাল মল্লিক,শরীয়তপুর প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে শরীয়তপুরের নড়িয়ায় করোনা আতঙ্কে কর্মহীন অসহায় প্রায় ২ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১০ টায় নড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে নড়িয়া পৌরসভা, মোক্তারের চর ও ফতেজঙ্গপুর ইউনিয়নের দিনমজুর, রিক্সাচালক ও দুস্থ ২শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের আহবায়ক ডাঃ খালেদ শওকত আলী।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ৫০০ গ্রাম ডাল, ১ টা সাবান ও ২ টা মাস্ক ।
পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে ভ্যানে করে কর্মহীন ও দুস্থ অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী পৌছে দেন। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ তানিয়া খালেদ আলী, নুসার অডিট প্রধান ফারুক হোসেন, কামাল মৃধা, শেখ মোঃ বিল্লাল হোসেন ও পিন্টু প্রমুখ।