নড়াইলে ছেলের হাতুড়িপেটায় মায়ের মৃত্যু

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে মঙ্গলহাটা গ্রামে ছেলের হাতুড়িপেটায় মা নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আসমা মঙ্গলহাটা গ্রামের আব্দুর রাজ্জাক মোল্যার স্ত্রী।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, মানসিক সমস্যাগ্রস্ত ছেলে সাব্বির মোল্যা (১৮) মঙ্গলবার বিকালে কথা কাটাকাটির এক পর্যায়ে মা আসমা বেগমকে (৪৬) হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর অসুস্থ আসমাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথিমধ্যে তার মৃত্যু হয়। অভিযুক্ত সাব্বিরকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইএনবি/বি.ভূঁইয়া