নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলার শনিবার দুপুরে পশ্চিম নোয়াখলা ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে শান্তা আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
নিহত শান্তা পশ্চিম নোয়াখলা গ্রামের মোহাম্মদ সোলাইমানের কন্যা এবং নারায়ণপুর আর. কে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
চাটখিল থানার ওসি আনোয়ারুল হোসেন স্থানীয়দের মাধ্যমে জানান, দুপুরে শান্তা পরিবারের সবার অজান্তে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে।
পরে পরিবারের লোকজন ঘটনাটি দেখে চিৎকার করলে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরো জানান, আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্ত শেষে এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আইএনবি/বিভূঁইয়া