নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলার সোমবার রাত ১১টার দিকে উপজেলার দাদ পুর ইউনিয়নে বারাহী পুর ৮নং ওয়ার্ড থেকে স্থানীয় এলাকাবাসী আটকদাদপুর ইউনিয়নের সহিদ উল্যার ছেলে সুজন ( ২৬), ও একই এলাকার মৃত কিরন মাষ্টারের ছেলে শাকিল (২৯) কে আটক করেএবং সোমবার দিনগত রাত ১টার দিকে স্থানীয়রা আটককৃতদের পুলিশে সোপর্দ করে।
এ সময় তাদের কাছ থেকে ১টি এলজি, ২রাউন্ড গুলি উদ্ধার হয়। আটককৃতদের, মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্রসহ আটককৃত যুবকদের বিরুদ্ধে ১টি অস্ত্র মামলাসহ আগেরও ২টি মামলা রয়েছে। তারা এলাকার চিহিৃত সন্ত্রাসী। আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।
আইএনবি/বিভূঁইয়া