নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যান ঘরে, নিহত ১

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৮ টায় বগুড়া-ঢাকা মহাসড়কে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কার্ভাড ভ্যান ঘরে প্রবেশ করলে কাজলী খাতুন (৪০) নামের এক নারী নিহত হয়েছেন।

নিহত কাজলী ররোয়া গ্রামের গহর আলীর স্ত্রী।

জানা যায়, ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে অবস্থিত ঘরে ঢুকে পড়ে। এ সময় কাজলী খাতুন (৪০) রান্না করছিলেন। কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হুমায়ুন কবীর জানান, পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করেছে।তবে চালক হেলপার পালিয়ে গেছেন।

আইএনবি/বিভূঁইয়া