ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে উপজেলার পাইন্দং ইউনিয়নে নিখোঁজের ৪০ মিনিট পর দিহান নামে তিন বছরের এক শিশুর ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে।
জানা যায়, রবিবার (২৫ এপ্রিল) সকাল ১১ টার দিকে শিশু দিহান নিখোঁজ হয়, পরে অনেক খোঁজাখুঁজির পর প্রায় ৪০ মিনিট পর দিহানের লাশ পাশের গরু ঘরে নাড়িভুড়ি বের হওয়া অবস্থায় পাওয়া যায়। এসময় তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা যায়।
শিশু দিহান দক্ষিণ পাইন্দং ৬ নং ওয়ার্ডের হাজী আবুল হোসেন বাড়ির প্রবাসী দিদারের ছেলে।
এদিকে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
আইএনবি/বিভূঁইয়া