নালা থেকে এক কিশোরের লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকালে সিলেট-তামাবিল মহাসড়কে গ্রীণপার্কের সামনের নালা থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত কিশোরের নাম সাগর বিশ্বাস। সে নেত্রকোনা জেলার মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের শান্ত দাশের ছেলে। তার বাবা-মায়ের সাথে দীর্ঘদিন ধরে জাফলংয়ের মোহাম্মদপুর এলাকায় বসবাস করে আসছিলো।

এ ঘটনায় জড়িত সন্দেহে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সজিব নামের একজনকে আটক করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় সাগরের বন্ধু সজিব তাকে কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। গতকাল সকালে স্থানীয়রা মহাসড়কের পাশে নালার মাঝে সাগরের মৃতদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে জানায়। খবর পেয়ে এস আই যীশু দত্ত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

থানার ওসি মো. আব্দুল আহাদ মরদেহ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া