ধামরাই প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে এক নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাতে ধামরাইয়ের কাঁঠালিয়া এলাকা থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই নারী শ্রমিক ডাউটিয়া পতিক সিরামিকে কর্মরত ছিলেন।
এই ঘটনায় সোহেল নামে অভিযুক্ত এক বাস চালকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, গতকাল শুক্রবার ভোরে ওই নারী শ্রমিক কারখান শ্রমিকবাহী বাসে করে কারখানায় কাজে যোগ দিতে বাসে উঠলে বাসে অন্যান্য শ্রমিক উঠার আগে চালক বাসটি চালিয়ে কিছু দূর যাওয়ার পর তাকে ধর্ষণ করে।
এসময় সে চিৎকার করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করার পর মরদেহ সড়কের পাশে ফেলে অন্যান্য স্ট্যান্ড থেকে বাকী শ্রমিকদের নিয়ে কারখানায় যায়।
এই ঘটনায় নিহতের স্বজনেরা রাতে ধামরাই থানায় একটি জিডি করলে পুলিশ তদন্তে নেমে বাস চালককে আটক করে এবং কাঠালিয়া এলাকা থেকে সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করে।
আইএনবি/বিভূঁইয়া