ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে মঙ্গলবার (১০ ডিসেম্বর) মধ্যরাতে নারী-পুরুষ ও শিশুসহ ৯ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের মধ্যে ৪ জন শিশু, তিনজন নারী ও দুইজন পুরুষ রয়েছে।
আটকরা হলেন, সৈয়দ আলম (৩০), মোঃ ইউনুস (১৮), আমেনা খাতুন (৫০), ছেনরা খাতুন (২২), মাজেদা খাতুন (২৫), ময়ূরা বেগম (৬), আয়েশা বিবি (৩), জান্নাত (৫) ও আজিজুর রহমান (১)।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল আমিন জানান, তারা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে আখাউড়ায় এসেছিলো সীমান্ত দিয়ে ভারতে যাওয়ায় উদ্দেশ্যে। এসময় তাদেরকে দেখে সন্দেহ হলে পুলিশ আটক করে। পরে যাচাই-বাছাই করে জানা যায় তারা রোহিঙ্গা। আটককৃতদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
আইএনবি/বিভূঁইয়া