নারীর অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার স্বপ্নসারথী হয়ে কাজ করছে সরকার

আইএনবি নিউজ: রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সোমবার (৯ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস উদযাপন ও রোকেয়া পদক ২০১৯ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন নারীর অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার স্বপ্নসারথী হয়ে কাজ করছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে অর্থনৈতিক ক্ষেত্রে যেভাবে এগিয়ে গেছে দেশ, তেমনি নারীর ক্ষমতায়নেও এগিয়েছে। নারীর অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার স্বপ্নরের সারথী হয়ে কাজ করছে সরকার।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবছর পাঁচজন মহিয়সী নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।

আইএনবি/বিভূঁইয়া