ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের বিদায়ের মঞ্চটা তৈরিই ছিল ভারত ও অস্ট্রেলিয়ার কাছে হারের পর । নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী হওয়ায় পূর্ণতা পায় গ্রুপ পর্ব থেকে বিদায়ের আনুষ্ঠানিকতা। তবে লক্ষ্য ছিল শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত সান্ত্বনার জয় ছিনিয়ে নেওয়া। কিন্তু নাহ। তেমনটাও হলো না। লঙ্কানদের কাছে সালমা খাতুনের দল হারল ৯ উইকেটে।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের মিশনটা বিবর্ণই থেকে গেল। শ্রীলঙ্কার কাছে হারের ফলে এবারের আসরে জয়টা অধরাই থেকে গেল সালমা খাতুনদের কাছে। এ গ্রুপের চার ম্যাচের চারটিতেই ধরাশায়ী হলো লাল-সবুজের প্রতিনিধিরা।
মেলবোর্নে টস ভাগ্য সঙ্গে নিয়েও শুরুতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ৯১ রানের বেশি পুঁজি গড়তে পারেনি বাংলাদেশ। জবাবে ১৫.৩ ওভারে এক উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কান মেয়েরা।
আইএনবি/বিভূঁইয়া