নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় কাশিপুর ইউনিয়নের চর কাশিপুরে শনিবার রাতে টিপু হাওলাদারকে (২৫) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে বরিশাল জেলার সাহেবের হাট থানার দিদারপুর গ্রামের মুনসুর আলীর ছেলে।
সে ফতুল্লার ভোলাইল এলাকায় মামুনের বাড়িতে ভাড়া থেকে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
ফতুল্লা থানার এসআই মিজানুর রহমান বলেন, চালক টিপুকে ছুরিকাঘাতে হত্যা করে তার ব্যাটারিচালিত ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। এ সময় আশপাশের লোকজন আহতাবস্থায় চালক টিপুকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিলে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত টিপু হাওলাদারের পিঠে ও কোমরের কাছে দুটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খানপুর হাসপাতাল থেকে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের সন্ধানে তদন্ত চলছে।
আইএনবি/বিভূঁইয়া