নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় রোববার (১৩ অক্টোবর) রাতে উপজেলার রূপালী আবাসিক এলাকায় কিশোর গ্যাংয়ের হাতে সোহান (১৭) নামের এক কিশোর খুন হয়েছে।

নিহত সোহান বন্দরের রূপালী বাগান এলাকার সালাম মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, রূপালী এলাকায় একাধিক কিশোর গ্যাং রয়েছে। রাতে ওই এলাকায় পূর্ব বিরোধের জের ধরে হামজার ছেলের সঙ্গে সোহানের ঝগড়াকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাং সদস্যদের মধ্যে সংঘর্ষে কাজল গ্রুপের সদস্যরা সোহানকে পিটিয়ে ও বুকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহতের পিতা সালাম মোল্লা জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে তার ছেলেকে হত্যা করা হয়েছে।

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। খুনিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া