নাটোর প্রতিনিধি:নাটোরে ১৪ বছর বয়সী কিশোর আসিফকে গলা কেটে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি আব্দুল মজিদকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
বুধবার (১১ ডিসেম্বর) কক্সবাজার সদর থানার সুগন্ধা বীচ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুল মজিদের বাড়ি নাটোরের সিংড়া থানার বড় শাঐলে।
এটিইউ’র এসপি (মিডিয়া) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০০৬ সালের প্রথম দিকে আব্দুল মজিদ অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য স্থানীয় একজন মহিলার বাসায় প্রবেশ করলে এলাকার লোকজন তাকে ধরে ফেলে। পরবর্তীতে ঘটনাটি নিয়ে স্থানীয় মেম্বার একটি সালিশি বৈঠক ডাকেন। সালিশি বৈঠক ডাকার কারণে আসামি ওই মেম্বারের ওপর ক্ষুব্ধ হন। এ ঘটনায় আসামি ২০০৬ সালের ৪ জুলাই স্থানীয় ওই মেম্বারের ভাগিনা আসিফকে খুর দিয়ে প্রকাশ্যে গলা কেটে হত্যা করেন।
এ ঘটনায় নিহতের মা মোছা. মমতাজ বেগম বাদী হয়ে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলে আদালত ওই চার্জশীট আমলে নিয়ে বিচার প্রক্রিয়া শুরু করেন। মামলাটির শুনানি শেষ হওয়ার পর ২০১৪ সালের ২৭ অক্টোবর নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালত আব্দুল মজিদকে মৃত্যুদণ্ড দেন।
আসামি হত্যা মামলায় গ্রেফতার হয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আটক ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর ৬ আগস্ট কাশিমপুর কারাগারে হামলা-ভাঙচুর ও বিশৃঙ্খলার কারণে আব্দুল মজিদ জেল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান। এ ঘটনায় গাজীপুরের কোনাবাড়ি থানায় একটি মামলা হয়। তিনি কক্সবাজারে থেকে দেশ ত্যাগের চেষ্টা করছিলেন।
আইএনবি/বিভূঁইয়া