নাটোরে অস্ত্র ব্যবসায়ীকে আটক

নাটোর প্রতিনিধি: নাটোর র‌্যাব ৯টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ কাফিরুল নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ।

র‌্যাব-৫ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান শনিবার রাত সাড়ে ১০ টায় নাটোর র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে জানান, মাদক পাচারকারীদের পিছু নিয়ে নাটোর র‌্যাব ক্যাম্পের সদস্যরা শনিবার সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ব্যাগসহ কাফিরুল নামে এক জনকে আটক করে র‌্যাব সদস্য।

এ সময় পালিয়ে যায় কাফিরুলের অপর সহযোগী। পরে তার ব্যাগ তল্লাশি করে ৭টি ওয়ান শুটার গান, ২টি বিদেশী পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়। আটক কাফিরুলের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার শহরাতলায়। সে অস্ত্র ব্যবসায়ী বলে জানান র‌্যাব অধিনায়ক। অস্ত্র পাচার ও ব্যবসায়ী চক্রের সদস্যদের ধরতে অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

আইএনবি/বিভূঁইয়া