নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে সড়কে বাঁশ ফেলে প্রাইভেটকারে ডাকাতির চেষ্টা করা হয়েছে। ঢাকা-কিশোরগঞ্জ সড়কের মনোহরদী উপজেলার হিতাশি এলাকায় সোমবার দিবাগত রাত দুটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদলের ধারালো অস্ত্রের আঘাতে তানভীর ভূঞা নামে প্রাইভেটকারের এক যাত্রী আহত হয়েছে এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে। আহত তানভীর হাতিরদিয়া গ্রামের আতিকুর রহমান ভূঞা ছেলে।
মনোহরদী থানার ওসি (তদন্ত) আরিফুর রহমান বলেন, ঘটনা জানতে পেরেছি। তাৎক্ষণিক টহল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়েছে। তবে পুলিশ যাওয়ার আগেই ডাকাতরা পালিয়ে গেছে।
আইএনবি/বিভূঁইয়া