নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জেলা শহরে রবিবার সকাল সাড়ে ৫টার দিকে শহরের পশ্চিম ব্রাহ্মন্দী খালপাড় এলাকায় আমির হোসেন (৪০) নামের একজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত আমির হোসেন শহরের সংগীতা এলাকার ফাইজুদ্দিনের ছেলে। আর্থিক লেনদেনসংক্রান্ত ঘটনায় এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহতের পরিবারের লোকজন জানায়, আমির হোসেনের বিভিন্ন সময় বিভিন্ন কাজ করত। নির্দিষ্ট কোনো কাজ তার ছিল না। তার কাছে প্রতিপক্ষের কেউ ২০ হাজার টাকা পেত। সেই টাকা দিতে না পারায় বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে খালপাড় এলাকায় গুলি করে হত্যা করে। তবে পুলিশ বলছে, তাকে কেউ ডেকে নেয়নি। সে নিজে একটি দা (ধারালো অস্ত্র) নিয়ে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে খালপাড় এলাকায় আসে। সেখানে লেনদেনসংক্রান্ত বিষয় নিয়ে বিতর্কের একপর্যায়ে তাকে গুলি করে হত্যা পর পালিয়ে যায়।

তবে স্থানীয়রা জানান. নিহত আমির হোসেন মূলত বিভিন্ন ডাকাতদলের তথ্যদাতা। সে সংগীতা বাজার এলাকার এক দোকানে বিপুলপরিমাণে মালামাল ও নগদ টাকা রয়েছে বলে ডাকাতদের তথ্য দেয়। কিন্তু ডাকাতরা ওই দোকানে গিয়ে তেমন মালামাল না পেয়ে ক্ষুব্ধ হয়ে তাকে খালপাড় এলাকায় নিয়ে গুলি করে হত্যা করতে পারে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী বলেন, আর্থিক লেনদেনসংক্রান্ত ঘটনায় এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আইএনবি/বি.ভূঁইয়া