নবীনগরে স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষে একজনের মৃত্যূ

নবীনগর  প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মনতলী এলাকায় তিতাস নদীতে স্পিডবোট ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে মো. আতিক মিয়া (২২) নামক এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত আতিক উপজেলার বড়িকান্দি গ্রামের কালন মিয়ার ছেলে।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত স্পিডবোটটি মনতলীর কাছাকাছি আসলে আপর পাশ থেকে আসা একটু কাঠের ট্রলার স্পিডবোটের ওপর উঠিয়ে দেয়। এতে করে স্পিডবোটে থাকা আতিক মিয়া মারাত্মকভাবে আগত হয়। খবর পেয়ে নবীনগরে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং আতিক মিয়াকে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ জানান, মঙ্গলবার সন্ধ্যা কাঠের ট্রলার ও স্পিডবোটের সংঘর্ষে আতিকের মৃত্যু হয়েছে। নৌকা জব্দ এবং চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে নৌযান আইনে মামলার প্রস্তুতি চলছে।

আইএনবি/বিভূঁইয়া