নদী থেকে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

রংপুর প্রতিনিধি: রংপুরে বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের ঘাঘট নদীর কুটিরঘাট নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় আব্দুল মালেক নামে এক ডাকাতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, হত্যার পর নদীতে তাকে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

গংগাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্যটি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কুটির ঘাট থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ সময় হাত-পা বাঁধা অবস্থায় নদীতে মরদেহটি পড়ে ছিল।

দুর্বৃত্তরা এই ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে বলেও জানান ওসি মশিউর রহমান।

তিনি আরও বলেন, নিহতের বিরুদ্ধে থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। আব্দুল মালেক গঙ্গাচড়ার আলমবিদিতর ইউনিয়নের পাইকান ঢিংটারী গ্রামের আবের আলী পাইকারের ছেলে।

আইএনবি/বিভূঁইয়া