ধামরাই প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে আবুল কালাম আজাদ (৪০) নামে এক ব্যাক্তি ‘রোহিঙ্গা’ যুবতীকে ধর্ষণের অভিযোগে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। অভিযুক্ত আটক ধর্ষক ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের পটল পূর্বপাড়ার মৃত তুলা মিয়ার ছেলে।
বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে পটল গ্রামে একটি ক্ষেতের মধ্যে। এ ঘটনায় পটল গ্রামের শফিকুল ইসলাম বাদী হয়ে ধামরাই থানায় মামলা দায়ের করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ‘রোহিঙ্গা’ যুবতী (২০) গত তিন দিন ধরে রঘুনাথপুর বাজার এলাকায় অবস্থান করছিল। বুধবার রাতে রঘুনাথপুর বাজার থেকে ওই যুবতীকে ফুসলিয়ে একটি নৌকায় উঠিয়ে নিয়ে যায় আবুল কালাম। পরে তাকে পটল গ্রামের কাছে ফসলি জমিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় যুবতীর চিৎকারে আশপাশের লোকজন এসে আবুল কালামকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, ধর্ষিতার ভাষা শুনে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- মেয়েটি রোহিঙ্গা।
আইএনবি/বি.ভূঁইয়া