ধামরাইয়ে বাসচাপায় কিশোরের মৃত্যু

ধামরাই প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে শনিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর ব্রিজ এলাকায় বাসচাপায় ইমরান (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ কামরুল ইসলাম জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর ব্রিজ পার হচ্ছিলো ইমরান। এসময় নীলাচল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

কিশোর ইমরানের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই।

ইমরান উপজেলার সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মতিয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

আইএনবি/বিভূঁইয়া