ধানক্ষেতে মিলল ২১টি হাতবোমা!

যশোর প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় গতকাল মঙ্গলবার রাতে উপজেলার জহুরপুর ইউনিয়নের বেতালপাড়ার একটি পরিত্যক্ত ধানক্ষেত থেকে ২১টি হাতবোমা উদ্ধার করেছে থানা পুলিশ। ধারণা করা হচ্ছে, সদ্যঃসমাপ্ত বাঘারপাড়া উপজেলা নির্বাচনে ত্রাস সৃষ্টির জন্য একটি পক্ষ বোমাগুলো মজুদ করেছিল।

পুলিশ জানায়, উপজেলার বেতালপাড়া এলাকার সুজো মিয়ার ছেলে মোসলেম উদ্দিনের বাড়ির সামনের জমিতে একটি প্যাকেট দেখতে পায় স্থানীয়রা। প্যাকেটের ভেতর কাঠের গুঁড়ি ও তার ভেতর বোমাসদৃশ বস্তু দেখা যাচ্ছে বলে থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে ওই প্যাকেটটি উদ্ধার করে। এ সময় প্যাকেটের ভেতরে থাকা লাল-কালো টেপ মোড়ানো ২১টি হাতবোমা উদ্ধার করা হয়।

বাঘারপাড়া থানার ওসি (তদন্ত) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

আইএনবি/বিভূঁইয়া