জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কেশবপুর গ্রামের সাইফুলের ছেলে মেহেরুল ইসলাম (গৃহবধূর সাবেক স্বামী) ও ভোজন চন্দ্র বর্মণের ছেলে গোপাল চন্দ্র বর্মণ গৃহবধূকে ধর্ষণের দায়ে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার কেশবপুর এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ। এর আগে শনিবার সন্ধ্যায় সাবেক স্বামী ও তার দুই সহযোগী দ্বারা ধর্ষণের শিকার হয় ওই গৃহবধূ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর রহমান বলেন, পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে শনিবার রাত ৯ টায় গোপালকে ও রাত সাড়ে ১১টার দিকে মেহেরুলকে আটক করতে সক্ষম হয়।
আইএনবি/বিভূঁইয়া