দেশে ২৪ ঘন্টায় করোনা কেড়ে নিলো আরো ৩৫ জনের প্রাণ

আইএনবি নিউজ: মহামারি আকারে ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৮৩৬ জন।

করোনায় নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৪৮ জন। মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জন।

শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

তিনি বলেন, ২৪ ঘন্টায় ১২০২৭ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৫৪৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১৭৬৮ জনসহ মোট সুস্থ হয়েছেন ১২০৯৭৬ জন।

আইএনবি/বি.ভূঁইয়া