আইএনবি নিউজ: স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসণ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ১৫৫ জন। এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ৬ হাজার ৪৬২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ জন এবং এখন পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১৩৯ জন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যে তিন জন যারা মারা গেছেন তাদের সবার বয়স ৬০ বছরের উর্ধ্বে। তিনজনই ঢাকার ভিতরের বাসিন্দা।
নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৩০৯টি। যা সোমবারের (২৭ এপ্রিল) তুলনায় ২ দশমিক ৭৯ শতাংশ বেশি। পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৩৩২টি নমুনা। যা সোমবারের (২৭ এপ্রিল) তুলনায় ১৩ দশমিক ৬৪ শতাংশ বেশি। আর এখন পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৫৪ হাজার ৭৩৩টি।
আইএনবি/বিভূঁইয়া