দেশে করোনায় নতুন মৃত্যু ৫১

আইএনবি নিউজ: দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আরো ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ৫৪৭ জন।

এছাড়া গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জনে।

শুক্রবার (১৭ জুলাই) বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

শুক্রবার (১৭ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ২ টা ৪০ মিনিট পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৯ লাখ ৬৪ হাজার ২৭৯ জনে। এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৩ হাজার ৩৬ জনের।

আইএনবি/বি.ভূঁইয়া