নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর থেকে ডাকাতির প্রস্তুতিকালে মো. রিয়াজ (২৭) নামে এক ডাকাতকে ২টি এলজি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার সৈকত ডিগ্রি কলেজের পাশে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ তার কাছ থেকে দুটি এলজি, কার্তুজ ও রামদাসহ ডাকাতি করার সরঞ্জামাদি উদ্ধার করে।
গ্রেফতার ডাকাত রিয়াজ হাতিয়া উপজেলার ভূমিহীন বাজার এলাকার আজিজুল হকের ছেলে।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সাহেদ উদ্দিন বলেন, স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করা হয়।
আইএনবি/বিভূঁইয়া