নিজস্ব রিপোর্টর: বঙ্গবন্ধুর দেখানো পথে ও শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে দেশের মেধাবি তরুনদের এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন মাহাবুব-উল আলম হানিফ এমপি।
আজ শনিবার (৯ জানুয়ারি) সকাল ১০ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান-প্রজন্ম ঐক্যজোটের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে- আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব- উল আলম হানিফ এমপি।
আয়োজক সংগঠনের সভাপতি, সাবেক ছাত্রনেতা ও আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ব্যারিস্টার জাকির আহাম্মদের সভাপতিত্বে ও সাংবাদিক জয়ন্ত আচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর (দ:) আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মো:নুরুল আমিন রুহুল, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য বাবু পঙ্কজ দেবনাথ, আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড.কামাল উদ্দিন আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর মহাসচিব অধ্যাপক ডা:এম এ আজিজ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও নব-নিযুক্ত দিল্লীর প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, সাবেক ছাত্রনেতা ও আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মনিরুজ্জামান মনির ছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথির দীর্ঘ বক্তব্যে মাহাবুব- উল আলম হানিফ বলেন, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে দলের ত্যাগী ও মেধাবি তরুনদের নেতৃত্বের সুযোগ করে দিতে হবে।
হানিফ আরও বলেন আওয়ামীলীগ কর্মী নির্ভর দল,নেতা নির্ভর নয় এবং তৃনমূলের ত্যাগী নেতা-কর্মীরাই আওয়ামীলীগের মূল শক্তি।তাই তৃনমূলের ত্যাগী নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে।দেশের বেশির ভাগ জায়গায় দলবাজ ও স্বার্থান্বষীরা এমপিদের নাম ভাঙ্গিয়ে অবৈধ অর্থ কামাতে মরিয়া হয়ে উঠেছে।এ সকল দলবাজ ও সুবিধাবাদীদের কারনে শেখ হাসিনার নেতৃত্বধীন সরকারের ব্যাপক উন্নয়ন আজ ম্লান হতে চলেছে।দেশের বেশির ভাগ জায়গায় এমপি লীগ বনাম আওয়ামীলীগের বিরোধ চলছে।হাইব্রিডদের অত্যাচারে ত্যাগীরা কোনঠাসা।ওদেরকে অবিলম্বে দমন করে দলের তৃনমূলের গ্রহনযোগ্য, ত্যাগী,মেধাবি তরুনদের নেতৃত্বে নিয়ে আসতে হবে।সরকারের উন্নয়নকে আরও গতিশীল করতে,বঙ্গবন্ধুর দেখানো পথে শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সকল বক্তারা বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে ব্যারিস্টার জাকির আহাম্মদ, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়নকে আরও গতিশীল করতে বাংলার তরুন সমাজকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের উদাত্ত আহবান জানিয়ে বলেন আওয়ামীলীগ ও শেখ হাসিনার কল্যাণে আমরা যে কোনও ত্যাগ স্বীকারেও বদ্ধপরিকর।
আইএনবি নিউজ টোয়ান্টিফোর ডটকম