দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সদস্যসহ নিহত ২

খাগড়াছড়ি প্রতিনিধি: মঙ্গলবার সকালে দীঘিনালা মধ্য বানছড়া এলাকার নিহতরা হলেন- ইউপিডিএফ কর্মী এনজেল চাকমা বাবু (৩৫) ও পরিবহন চালক সুদিব্য কান্তি চাকমা (৩৫)।

নিহত এনজেল চাকমা উপজেলা নন্দেশ্বর কর্বারী পাড়ার সুশীল চাকমার ছেলে ও ইউপিডিএফ-এর রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়া পরিবহন চালক সুদিব্য চাকমা মধ্যবান ছড়া এলাকার বীরেন্দ্র মোহন চাকমার ছেলে।

নিহত সুদিব্য কান্তি চাকমার বড় ভাই শান্তিময় চাকমা বলেন, সকালে এনজেল চাকমা বাবু ও সুবিদ্য চাকমা পাড়ার একটি বাড়ির সামনে দাবা খেলছিল। এ সময় কে বা কারা গুলি করে পালিয়ে যায়। সুদিব্য পেশায় একজন মাহেন্দ্র গাড়িচালক। তিনদিন আগে তিনি বাড়িতে ফিরেছেন। তার দুটি সন্তান আছে।

ইউপিডিএফ-এর জেলা সংগঠক অংগ্য মারমা জানান, সকালে পার্টি কর্মী এনজেল চাকমাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। এ সময় এক নিরহ গ্রামবাসীও মারা যান।

দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া