দুর্বৃত্তদের গুলিতে মাঝ পদ্মায় ৬ শ্রমিক আহত

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে মাঝ পদ্মায় বালু কাটতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন ৬ শ্রমিক। তাদের মধ্যে একজনের দেহে ৫টি গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

রাজবাড়ীর মাঝ পদ্মায় সোমবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন— বরিশাল জেলার সেন্টু মোল্লার ছেলে আবু তালেব মোল্লা (৩৫), চাঁদপুর জেলার সিদ্দিকের হোসেনের ছেলে মমিন হোসেন (৪২),ময়মনসিংহ জেলার সামছু শেখের ছেলে হাবিব শেখ (৩৪),চাঁদপুর জেলার আলী আহমেদের ছেলে আলী আকবর (৩০), বরগুনার আব্দুর ছাত্তারের ছেলে কামাল (৩৫) এবং ভোলা জেলার খোরশেদ আলমের ছেলে মোশারফ শেখ (৩৪)।

আরেক শ্রমিক আব্দুল হানান জানান, ‘প্রতিদিনের মতন কাজ করতে গেলে ৫ ট্রলারে করে কিছু লোক এসে আমাদের বাল্কহেডে গুলি করে। এতে এক শ্রমিক গুরুতর আহত হয়। এরপর আমাদের ড্রেজার মেশিনের লোকদের মারধর করে ড্রেজার মেশিন ও বাল্কহেডটি নিয়ে চলে যায়।’

ইজারাদারের ম্যানেজার দাউদ শেখ দাবি করে বলেন, ‘তারা মোটা অঙ্কের চাঁদা দাবি করেছে। সেটা না দেওয়ার ফলে আমাদের শ্রমিকদের ওপর গুলি করেছে। এরপর আমাদের বাল্কহেড ও ড্রেজার নিয়ে গেছে।’

রাজবাড়ী সদর থানার ওসি মো. শাহাদত হোসেন বলেন, ‘যেহেতু এটি রাজবাড়ীর সীমানার বাইরের ঘটনা সেহেতু এখানে আমাদের আইনি কোনো পদক্ষেপ নেবার সুযোগ নেই। যদি পাবনা জেলা পুলিশ থেকে কোনো আইনি সহায়াতা চাওয়া হয়,আমাদের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।’

আইএনবি/বিভূঁঁইয়া