দুর্নীতি মামলায় ৩ বছরের কারাদণ্ড ডেসটিনির রফিকুল আমীনের

আইএনবি নিউজ: ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনকে সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়া সংক্রান্ত দুর্নীতি মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকার বিশেষ জজ-৮ এর বিচারক শামীম আহাম্মদ এ রায় ঘোষণা করেন। এছাড়া তাকে ৫০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

আসামি রফিকুল আমীনকে কারাগার থেকে আদালতে আনা হয়েছিল। সাজা পরোয়ানা দিয়ে তাকে ফের কারাগারে পাঠানো হয়েছে।

চার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় কারাগারে থাকা অবস্থায় ২০১৬ সালের ১৬ জুন রফিকুল ইসলামকে সম্পদের হিসাব দাখিল করতে নোটিশ দেয় দুদক।

রফিকুল আমীন সম্পদের হিসাব দাখিল করতে সময় চাইলে তাকে আরো সাত দিন সময় দেওয়া হয়। কিন্তু তিনি সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর রমনা থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি দায়ের করে।

আইএনবি/বিভূঁইয়া